শক্তিশালি ভূমিকম্পে সরে গেছে কাঠমান্ডু

শক্তিশালি ভূমিকম্পে সরে গেছে কাঠমান্ডু
শক্তিশালি ভূমিকম্পে সরে গেছে কাঠমান্ডু
অনলাইন ডেস্কঃ নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ ও সম্পদহানির ঘটনা আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মানবিক বিপর্যয়ের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে উদ্বেগের তা হলো, ভূমিকম্পে নেপালের কাঠমান্ডু উপত্যকার তলদেশ দশ ফুট দক্ষিণে সরে গেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের টেকটনিকস বিভাগের বিশেষজ্ঞ জেমস জ্যাকসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে র্যাপলার ডটকম। তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডু দশ ফুট দক্ষিণে সরে গেছে। তবে এভারেস্টের উচ্চতায় এ ভূমিকম্প কোনো প্রভাব ফেলেনি। মার্কিন ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমাণ্ডুর অদূরে পোখারায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। এর ২৬ মিনিট পর দ্বিতীয় এবং ৮ মিনিট পর তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। নেপাল, বাংলাদেশ ও ভারতে একযোগে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। জেমসের বিশ্লেষণের সঙ্গে এক মত পোষণ করেছেন এডিলেইড বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের প্রধান স্যান্ডি স্টিকি।

Post a Comment

Previous Post Next Post