উন্নত ফডার বিষয়ক খামারী প্রশিক্ষণ কুলাউড়ায়

উন্নত ফডার বিষয়ক খামারী প্রশিক্ষণ কুলাউড়ায়
উন্নত ফডার বিষয়ক খামারী প্রশিক্ষণ কুলাউড়ায়
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের সহযোগিতায় ও প্রানী সম্পদ গবেষনা ইনিষ্টিটিউট এর ফডার গবেষনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে “উন্নত জাতের ফডার (ঘাস) উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা” বিষয়ক দু’দিন ব্যাপি খামারী প্রশিক্ষণ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণের সমন্বয়ক ড. মোঃ আহসান হাবীব, বৈজ্ঞানিক কর্মকর্তা খোরশেদ আলম সুমন এবং প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ময়নুল হক পবন। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশতাধিক গবাদি প্রাণী পালনকারী খামারীদের বছরব্যাপি চাষযোগ্য বিএলআরআই কর্তৃক উদ্ভাবিত উন্নতজাতের ঘাসের পরিচিতি, উৎপাদন, কলাকৌশল, দূর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ প্রযুুক্তি এবং ঘাস চাষের অর্থনৈতিক গুরুত্ব ও বাজারজাতকরণ সর্ম্পকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর “ফডার গবেষণা ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের একদল বিজ্ঞানী প্রশিক্ষণ প্রদান করছেন।

Post a Comment

Previous Post Next Post