সিলেটে বহুতল স্কুল ভবনে ফাটলে আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা

সিলেটে বহুতল স্কুল ভবনে ফাটলে আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা
সিলেটে বহুতল স্কুল ভবনে ফাটলে আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা
চৌধুরী রুম্মানঃ সিলেটে একটি বেসরকারি স্কুলের ১১ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবক। সোমবার সকাল ৮টায় স্কুল শুরুর পরপরই ভবনে ফাটলের খবর ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবক স্কুল ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে ফেলা হয়। এদিকে, কর্তৃপক্ষের দাবি ভবনে কোন ফাটল ধরেনি। তবে অভিযোগ ওঠার কারণে ইঞ্জিনিয়ার এনে ভবন পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তারা। এদিকে, স্কুল ভবনটিকে দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, ক্যাম্পাস স্থানান্তরের দাবি জানিয়েছে অভিভাবকরা। গতকালের দ্বিতীয় দফা ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। স্কলারস হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাস ভবনের স্থপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন বলেন, 'এটি নতুন কোন ফাটল নয়, এটি পুরাতন ফাটল। এটি ঠিকঠাক করা হয়নি। অনেকদিন ধরে মেরামতের কথা ভাবা হচ্ছিল। আজকে দিনের মধ্যে এটি মেরামত করা হবে।' সিলেট শাহীন ঈদগাহ ক্যাম্পাস স্কলারস হোম স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জুবায়ের সিদ্দিকী বলেন, 'ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে দেয়ালে ফাটল দেখা গেছে তা একদিনের মধ্যে সরিয়ে দেবেন। নতুন করে সেখানে দেয়াল নির্মাণ করে একই ধরণের টাইলস লাগিয়ে মেরামত করে দেয়া হবে। এরপর এটাতে আর কোন অসুবিধা হবে না।'

Post a Comment

Previous Post Next Post