সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত নতুন পে স্কেলের ওপর

সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত নতুন পে স্কেলের ওপর
সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত নতুন পে স্কেলের ওপর
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, ২৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা সচিব কমিটির সুপারিশ আমার কাছে হস্তান্তর করবেন।’ সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গত বছরের ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাসউদ্দিন তার নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন জমা দেন। এর ছয় সপ্তাহের মধ্যে সচিব কমিটির মতামত দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত সচিব কমিটি অর্থমন্ত্রীর কাছে সুপারিশ হস্তান্তর করেনি। তবে এর মধ্যে সুপারিশ চূড়ান্ত করতে সচিব কমিটি বেশ কয়েকবার বৈঠক করেছে। অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের প্রতিবেদনের ওপর সচিব কমিটির সুপারিশ পাওয়ার পর এটি প্রথমে পরীক্ষা করব, তারপর এটি মন্ত্রিসভায় যাবে।’ আগামী জুলাই থেকেই নতুন পে কমিশন কার্যকর করা হচ্ছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। এটা তো আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো সংশয় নেই।’

Post a Comment

Previous Post Next Post