সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ কিন্তু সঙ্কট মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি

সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ কিন্তু সঙ্কট মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি
প্রতিকী ছবি
নিউজ ডেস্কঃ সাধারণত একশ' বছর পরপর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে। সবশেষ ১৮৯৭ সালে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা সিলেট। সেই ঘটনার ১শ’ বছর অতিক্রম হওয়ায় আবারো এই অঞ্চলে ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৮ মাত্রার ভূমিকম্প হলেই সিলেট শহরের বেশিরভাগ বাসাবাড়ি ধসে পড়তে পারে। ছোটবড় অনেকগুলো পেকট্রনিক প্লেটের উপর পৃথিবীর অবস্থান। ইন্দো-অস্ট্রেলিয়ান ও ইউরোশিয়ান এই বড় প্লেটে দুটির সংযোগস্থল সিলেটের কাছাকাছি অবস্থিত। এই প্লেট দুটির ঘর্ষণের ফলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। ভূমিকম্প নিয়ে কাজ করা এই অধ্যাপকের মতে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে প্রতি এক’শ বছর পরপর বড় ভূমিকম্প সংঘটিত হয়। ১৮৯৭ সালে এমন একটি ভূমিকম্পে মারা গিয়েছিল দেড় লাখেরও বেশি মানুষ। বর্তমানে এই অঞ্চলে হওয়া ঘন ঘন ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আগাম সংকেত বলেও মন্তব্য করেন তিনি। শাবিপ্রবি'র পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, 'বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটের পুরোটাই ভূমিকম্পপ্রবণ এলাকা।' বিশেষজ্ঞদের এমন আগাম সংকেতের পরও দুর্যোগ মোকাবেলায় তেমন প্রস্তুতি নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, '৭ মাত্রার উপরে ভূমিকম্প হলে অনেক ভবন ধসে যাবে এবং এই ভূমিকম্প মোকাবেলার জন্য আমাদের বা সিটি করপোরেশনের যে প্রস্তুতি থাকা দরকার তা মোটেও পর্যাপ্ত নয়।' সিসিক'র প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, 'সিলেট নগরীর রাস্তাটা প্রশস্ত করা খুবই কঠিন কাজ। আর প্রয়োজনীয় ফান্ডেরও যথেষ্ট অভাব রয়েছে।' এদিকে, দুর্যোগকালীন সময় কিছুটা হলেও উদ্ধার তৎপরতা চালাতে ২৫ সদস্যের বিশষে দল গঠন করে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। একজন প্রশিক্ষণার্থী বলেন, 'কিভাবে বিধ্বস্ত ভবন এবং অগ্নিকাণ্ড থেকে বিপদগ্রস্তদের উদ্ধার করতে পারি, এই কোর্সের মাধ্যমে আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ করেছি।' অন্য এক প্রশিক্ষণার্থী বলেন, 'আগেও আমরা প্রশিক্ষণ নিয়েছি তবে এবারের প্রশিক্ষণে ব্যতিক্রমী কিছু বিষয় শিখেছি যাতে সিলেট নগরীর কোথাও দুর্যোগ ঘটলে আমরা যথাযথ কাজ করতে পারি।' সম্প্রতি সিডিএমপি জরিপ চালিয়ে ঘোষণা করে বড় ভূমিকম্প হলে ৩০ হাজারের বেশি ভবন ধসে পড়তে পারে সিলেট শহরে।

Post a Comment

Previous Post Next Post