![]() |
কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্র্যাকটিসে সাকিব |
স্পোর্টস ডেস্কঃ কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে প্র্যাকটিসে নেমেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার তিনি এ প্র্যাকটিস করেন। এর আগে বৃহস্পতিবার আইপিএল ২০১৫ আসরে যোগ দিতে ভারত পৌঁছেছেন তিনি। মাঠে নামার আগে নাইট রাইডার্সের জার্সি পরে ছবি তুলেছেন তিনি। সেটি নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে শুক্রবার রাতে পোস্ট করেন সাকিব। টিমের নতুন আউটফিট বেশ পছন্দ হয়েছে সাকিবের। বাংলাদেশী এই অলরাউন্ডার খুশির ইমো দিয়ে লিখেছেন, নাইটসদের সঙ্গে প্রথম প্রশিক্ষণ। নতুন পোশাক-পত্র বেশ পছন্দ হয়েছে আমার।