সিলেটে ব্যবসায়ীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সিলেটে ব্যবসায়ীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিউজ ডেস্কঃ চেক ডিজঅনার মামলাকে কেন্দ্র করে সিলেটের করিম উল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী আতাউল্লাহ সাকেরকে হত্যার হুমকির ঘটনায় বিক্ষোভ করেছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। তারা হুমকিদাতা ওসমান গণিকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, হুমকিদাতা ওসমান গণি ব্যবসায়ী সাকেরের চেক ডিজঅনার মামলার প্রতিপক্ষ। ওসমানের নিযুক্ত একজন সাধারণ মহুড়ি মুঠোফোনে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দায়ের করা সাধারণ ডায়েরি তদন্ত করা হচ্ছে। মুঠোফোনে হুমকির যোগসূত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে ব্যবসায়ীরা হুমকিদাতা ওসমান গণিকে আল্টিমেটাম দেন। করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাউসার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী আতাউল্লাহ সাকেরকে গুম ও হত্যার হুমকির প্রতিবাদে সিলেটের ব্যাবসায়ীরা আজ ঐক্যবদ্ধ। সাকেরকে গুম ও হত্যার হুমকিদাতা ওসমান গণি (প্রা.) লিমিটেডের কর্ণধার ইয়াসিন ওসমােকে ২৪ ঘন্টার মধ্যে সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা তুরন মিয়া, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চেম্বার পরিচালক মুকির হুসেন চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post