![]() |
| "বাংলা কাগজ" এর বার বছরে পদার্পন |
ইউকে, ফ্রান্স, স্পেন, ইতালী, আমেরিকা ও বাংলাদেশ থেকে এক যুগে প্রচারিত জনপ্রিয় বাংলা পত্রিকা "বাংলা কাগজ" এগারো বছর পাড়ি দিয়ে বার বছরে পদার্পন উপলক্ষ্যে ফ্রান্সে এক আনন্দ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। অনুষ্টানে আপনার উপস্থিতি আমাদের এই আয়জনকে আর অনন্দময় করে তুলবে।
দাওয়াতক্রমে- অনুষ্ঠান পরিচালনা কমিটি।।
