টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
আমিন জাহানঃ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯.৩০ মিনিটে। বিশ্বকাপের পুরো আসরে অপ্রতিরোধ্য থেকে সেরা দল হিসেবেই ফাইনালে নিউজিল্যান্ড। চোখ তাদের এখন ইতিহাস গড়ে শিরোপা জয়ে। অন্যদিকে, আসরে এক বারই হেরেছে অস্ট্রেলিয়া। তাও আবার ওই কিউইদের কাছে। সেই হারের শোধ নেয়ার সাথে অজিরাও চাইছে রেকর্ড গড়ে ৫ম শিরোপা জিততে।
অস্ট্রেলিয়া একাদশঃ
মাইকেল ক্লার্ক(অধিনায়ক),অ্যারন ফিঞ্চ,ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হাজেলউড।
নিউজিল্যান্ড দলঃ
ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক),মার্টিন গাপটিল,কেন উইলিয়ামসন, রস টেলর,গ্র্যান্ট ইলিয়ট,কোরি অ্যান্ডারসন,লুক রনকি,ড্যানিয়েল ভেট্রোরি,ম্যাট হেনরি,টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Post a Comment

Previous Post Next Post