![]() |
| অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ে ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা |
ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ের পর এ ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, ধোনির বাড়ি রাচিতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সিডনিতে সেমিফাইনালে ভারতের জয়ের আশা নিভু নিভু হওয়া মাত্রই স্থানীয় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ এএনআই নিউজের একটি টুইটার বার্তায় এ খবর জানা যায়। এর আগে, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরও আক্রান্ত হয়েছিল ধোনির বাড়ি। তখন অবশ্য বাড়িটি নির্মাণাধীন ছিল। পরে ২০১৩ সালেও একবার তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল ক্ষুব্ধ সমর্থকেরা। এ সকল বিষয় মাথায় রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
