অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ে ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা

অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ে ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা
অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ে ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা
ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে করুণ পরাজয়ের পর এ ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, ধোনির বাড়ি রাচিতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সিডনিতে সেমিফাইনালে ভারতের জয়ের আশা নিভু নিভু হওয়া মাত্রই স্থানীয় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ এএনআই নিউজের একটি টুইটার বার্তায় এ খবর জানা যায়। এর আগে, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরও আক্রান্ত হয়েছিল ধোনির বাড়ি। তখন অবশ্য বাড়িটি নির্মাণাধীন ছিল। পরে ২০১৩ সালেও একবার তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল ক্ষুব্ধ সমর্থকেরা। এ সকল বিষয় মাথায় রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post