![]() |
| স্কটল্যান্ডের ৩১৮ রানের দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ |
আমিন জাহানঃ স্কটল্যান্ডের ৩১৮ রানের জবাবে ২৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৪। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের পরিবর্তে নামা সৌম্য সরকার ২ রান করে আউট হয়ে ফিরে গেলে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালভাবেই জুটি গড়েছিলেন। তামিম ৫৩ বলে ফিফটি করেন। মাহমুদুল্লাহর সঙ্গে ১০২ রানের জুটি গড়েন। এর আগে টসে জিতে বাংলাদেশ স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ওপেনার কোয়েটজারের সেঞ্চুরিতে তারা ৩১৮ রানের বিশাল স্কোর গড়ে।
মাহমুদ উল্লাহ এই মাত্র আউট হলেন ব্যাক্তিগত ৬২ রানে, তামিম ৭২(৭৫), ব্যাটিংএ নেমেছে মুশফিকুর রহিম।
ট্যাগ »
খেলা
