মশা মারার ব্যাট বিস্ফোরিত হয়ে দগ্ধ ২

মশা মারার ব্যাট বিস্ফোরিত হয়ে দগ্ধ ২
মশা মারার ব্যাট বিস্ফোরিত হয়ে দগ্ধ ২
নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক চার্জবিশিষ্ট মশা মারার ব্যাট বিস্ফোরিত হয়ে রাজধানীতে দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামপুরা বনশ্রী`র জি ব্লকের চার নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যায় মশা মারার জন্য ভবনের কেয়ারটেকার রাকিব হোসেন (২০) ও নিরাপত্তা কর্মী মোক্তার হোসেন (৫৫) নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খোলেন। সেখানে সুইচ অন করে মশা মারার চেষ্টা করলে ব্যাটটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন দু’জনই। অগ্নিদগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সুলতানা রাজিয়া জানান, রাকিবের শরীরের ৩৩ ভাগ ও মোক্তার ১৬ ভাগ দগ্ধ হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post