এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ
এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ
নিউজ ডেস্কঃ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। বুধবার সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষা শুরু হবে। হরতালমুক্ত পরিবেশে আজকের এ পরীক্ষা শুরু হচ্ছে। যদিও অবরোধ রয়েছে। সদ্য শেষ হওয়া এসএসসির প্রতিটি পরীক্ষা হরতালের কারণে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে নিতে হয়েছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪। এ বছর অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১। এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post