 |
| ফেঞ্চুগঞ্জ মাইজগাও স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু |
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের মাইজগাও রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত তোরাব আলী (৬২) ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের বাসিন্দা। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইন পারাপারের সময় তোরাব আলীর পরণের লুঙ্গি রেললাইনের স্লিপারের সাথে আটকে যায়। লুঙ্গি ছাড়াতে গিয়ে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। সিলেট জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।