কুলাউড়ার রবিরবাজার-দৌলতপুর নয়াবাজার সড়কটি চলাচল অনুপযোগী

 কুলাউড়ার রবিরবাজার-দৌলতপুর নয়াবাজার সড়কটি চলাচল অনুপযোগী
 কুলাউড়ার রবিরবাজার-দৌলতপুর নয়াবাজার সড়কটি চলাচল অনুপযোগী
নিউজ ডেস্কঃ কুলাউড়া-রবিরবাজার সড়ক হতে শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সাথে সংযোগস্থাপনকারী দৌলতপুর-হাসামপুর-নয়াবাজার পাকা সড়কটি সংস্কারের অভাবে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের উত্তরাঞ্চলের জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিন গেলে দেখা যায়, দৌলতপুর হতে হাসামপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা একেবারেই নষ্ট হয়ে গেছে। রাস্তার পিচ উঠে গর্ত তৈরি হওয়ায় যান চলাচলে বিঘœ সৃষ্টি ঘটছে। দৌলতপুর গ্রামের শিক্ষক পল্টু দাস, হাসামপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মুকিত এবং আমানীপুর গ্রামের হোমিও চিকিৎসক জিতেন্দ্র দেবনাথ জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় আমরা প্রতিদিনই মারাত্মক দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টি হলে সেই দুর্ভোগ আরো চরমে পৌঁছায়। কাঁচা রাস্তা হলে মাটি দিয়ে চলাচল উপযোগী করা যেত, কিন্তু পাকা রাস্তায় খানা-খন্দের কারণে আমরা চলাচল করতে পারছি না। এর চেয়ে কাঁচা রাস্তাই ভাল ছিল। তাঁরা অনতিবিলম্বে দৌলতপুর-হাসামপুর-নয়াবাজার রাস্তাটি সংস্কার করে যান চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, দৌলতপুর-হাসামপুর-নয়াবাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচল অনুপোযোগী হয়ে গেছে। যাতায়াতের জন্য খুবই জনগুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া প্রয়োজন।

Post a Comment

Previous Post Next Post