সরকারি কার্যক্রমে স্বচ্ছতা : বাংলাদেশের অবস্থান ৭৩

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা : বাংলাদেশের অবস্থান ৭৩
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা : বাংলাদেশের অবস্থান ৭৩
নিউজ ডেস্কঃ সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে দেশে অভিযোগের কমতি নেই। এবার ওয়াশিংটনভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিজ প্রজেক্টের প্রতিবেদনেও এ অস্বচ্ছতার বিষয়টি উঠেছে। এক্ষেত্রে তুলনামূলক খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ‘ওপেন গভর্নমেন্ট ইনডেক্স: ২০১৫ রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে, সরকারি কার্যক্রমে স্বচ্ছতার ক্ষেত্রে ১০২টির মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম। বিশ্বের ১০২টি দেশের জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে জনমত যাচাইয়ের কাজটি করে ওআরজি কোয়েস্ট রিসার্চ। প্রতিষ্ঠানটি এক হাজার জনের সরাসরি সাক্ষাত্কারের ভিত্তিতে বিভিন্ন সূচক সম্পর্কে মতামত সংগ্রহ করে। প্রতিবেদনের তথ্যমতে, ওপেন গভর্নমেন্ট ইনডেক্সে বাংলাদেশের স্কোর ১-এর মধ্যে শূন্য দশমিক ৪৭। সূচকটিতে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। শূন্য দশমিক ৫৭ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম ও বিশ্বে ৩৭তম অবস্থানে আছে নেপাল। শূন্য দশমিক ৫৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ও বিশ্বে ৪০তম ভারত। আর শূন্য দশমিক ৫৩ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বে ৫২তম শ্রীলংকা। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশ দুটির স্কোর যথাক্রমে শূন্য দশমিক ৪৫ ও শূন্য দশমিক ৪৩। আর বিশ্বে অবস্থান যথাক্রমে ৮৩ ও ৮৯। ওপেন গভর্নমেন্ট ইনডেক্সে শীর্ষ অবস্থানে রয়েছে সুইডেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও নরওয়ে। ডেনমার্ক ও নেদারল্যান্ডস রয়েছে শীর্ষ পাঁচের পরের দুটি অবস্থানে। আর তালিকার সর্বনিম্ন তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে জিম্বাবুয়ে, উজবেকিস্তান ও মিয়ানমার। চারটি উপসূচক বিবেচনায় নিয়ে সূচকটি প্রণয়নে করা হয়েছে। এগুলো হলো, আইন ও সরকারি তথ্য প্রকাশ, তথ্য অধিকার, নাগরিকের অংশগ্রহণ এবং অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থা। চারটি উপসূচকের মধ্যে আইন ও সরকারি তথ্য প্রকাশ এবং তথ্য অধিকারে মোটামুটি স্বচ্ছ অবস্থায় রয়েছে বাংলাদেশ। এ দুই উপসূচকে বাংলাদেশের স্কোর যথাক্রমে শূন্য দশমিক ৪৫ ও শূন্য দশমিক ৫১। তবে নাগরিকের অংশগ্রহণ ও অভিযোগের নিষ্পত্তি ব্যবস্থায় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এ দুই উপসূচকে বাংলাদেশের স্কোর যথাক্রমে শূন্য দশমিক ৪৯ ও দশমিক ৪৪। আর অবস্থান যথাক্রমে ৮২ ও ৮৫তম অবস্থানে।প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, এমনটি মনে করে ৪০ শতাংশ মানুষ। আর ৩১ শতাংশের মনে করে রাজনৈতিক দল ও সুশীল সমাজ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। তবে মাত্র ২৮ শতাংশ মানুষ মনে করে মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে। 

Post a Comment

Previous Post Next Post