সিলেটে রাস্তা সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

সিলেটে রাস্তা সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ
সিলেটে রাস্তা সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ
নিউজ ডেস্কঃ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কার এবং আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট। শনিবার সকাল ৬টা থেকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করে। অবরোধের সমর্থনে সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর এবং পাড়ুয়া সাকেরা পয়েন্টে পিকেটিং করছে অবরোধকারীরা। এ কারণে সকাল থেকে ওই সড়কে কোন ধরণের যানবাহন চলাচল করেনি।পাশাপাশি নৌপথেও যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় ছাত্র ঐক্যজোট। অবরোধ সফল করতে গত দু’দিন ধরে এলাকায় মাইকিং করা হয় বলে জানান ছাত্র ঐক্যজোটের আহবায়ক আমিনুল ইসলাম হামিম।

Post a Comment

Previous Post Next Post