বিমানটির ককপিটে আগুন ধরার পরও অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশ বিমানের ২১৩ যাত্রী

বিমানটির ককপিটে আগুন ধরার পরও অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশ বিমানের ২১৩ যাত্রী
অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশ বিমানের ২১৩ যাত্রী
নিউজ ডেস্কঃ অল্পের জন্য রক্ষা পেল সিঙ্গাপুর থেকে আাসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটের ২১৩ যাত্রী। কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে বিামনটি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির ককপিটে আগুন ধরে যায়। পাইলটরা বঙ্গোপসাগরে গিয়ে বিমান থেকে প্রায় সব জ্বালানি তেল ফেলে দেন। সামান্য কিছু তেল রেখে প্রায় আড়াই ঘন্টা আকাশে চক্কর খায় বিমানটি। শেষে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিমানটি নিরাপদে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে। সংশ্লিষ্টরা জানান, পাইলটরা বিমানে থাকা স্বয়ংক্রীয় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আকাশেই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে আগুনে বিমানটির ভিতরে ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে খবর দেয়া হয় কন্ট্রোলরুমে। সেখান থেকে পুরো বিমানবন্দরে জারি করা হয় রেডএলার্ট। বিমানবন্দর ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে নেয়া হয় রানওয়েতে। প্রস্তুত করা হয় অ্যাম্বুলেন্সসহ যাবতীয় উদ্ধাকারী দলকে। তবে বিমানটি অক্ষত অবস্থায় অবতরণ করায় বিমানের ২১৩ যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post