![]() |
| বিমানবন্দরে কোরীয় কূটনীতিকের লাগেজ থেকে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার |
নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ কেজি স্বর্ণসহ ঢাকায় উত্তর কোরিয় দূতাবাসের এক কূটনীতিক আটক হয়েছেন। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সন ইয়াংয়ের লাগেজে এই স্বর্ণগুলো পাওয়া যায়। বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এই তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে ঢাকা আসেন দূতাবাসের এই কর্মকর্তা। কাস্টমসের কাছে আগে থেকেই তথ্য ছিল একটি ডিপ্লোমেটিক ব্যাগে স্বর্ণ আসতে পারে। এ কারণে রাতে বিমানটি অবতরণের পর তার লাগেজ চেক করতে চায় কাস্টমস। কিন্তু এই কূটনীতিক রাজি না হওয়ায় সারা রাত লাগেজ চেক করতে সক্ষম হয়নি কাস্টমস। তিনি জানান, পরে ভোর রাতে লাগেজ খুলে ১৭০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৭ কেজি। কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, 'জব্দ করা স্বর্ণ বিমানবন্দরের গোডাউনে রয়েছে। যেহেতু তিনি একজন ডিপ্লোমেটিক যাত্রী তাই তার বিরুদ্ধে মামলা হয়নি। বাংলাদেশে অবস্থানরত কোরিয়ার রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা এসেছিলেন। তারাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।'
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
