কোহলির ব্যর্থতার দায় অনুষ্কার !

কোহলির ব্যর্থতার দায় অনুষ্কার !
কোহলির ব্যর্থতার দায় অনুষ্কার !
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফর্মে ফিরবে বিরাট কোহলি -এমনটাই আশা ছিল ধোনির। কিন্তু আশা পূরণে ব্যর্থ হলেন ভারতের সহ অধিনায়ক। সিডনির মাঠে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ বলে ১ রান করে ফিরে যান কোহলি। আর এই ব্যর্থতার দায় যেন পুরোটাই হবু সঙ্গীনী অনুষ্কার! ৩২৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ানের পর কোহলিকে হারায় ভারত। কোহলির আউট হওয়া ভারত বড় ধাক্কা খায়। তবে বিরাটের অসাফল্যের জন্য কী কোনওভাবে তার সঙ্গীনী অনুষ্কা শর্মাকে দায়ী করা যায়? কখনওই নয়। কিন্তু কোহলির আউট আর ভারতের হারের ফলে তার সঙ্গীনী অনুষ্কাকে নিয়ে বাজে মন্তব্যের হৈচৈ পরে গেছে টুইটারে। ক্রিকেটারদের মাঠে খারাপ দিন ভাল দিন থাকেই। আজকের দিনটা বিরাট কোহলির ছিল না। কিন্তু তার খেসারত কেন দিতে হচ্ছে অনুষ্কা শর্মাকে। তিনি মাঠে খেলা দেখতে এসেছিলেন বলে? তিনি বিরাট কোহলির সঙ্গীনী বলে? নাকি তিনি মহিলা বলে? না, তা কখনওই হওয়া উচিত নয়। কিন্তু হল ঠিক তেমনটাই। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একের পর এক কুরুচিপূর্ণ টুইটারে বিদ্ধ করা হল অনুষ্কাকে। বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য খোরাক করা হল অনুষ্কাকে। আর তা ভারতের ভাবমূর্তিকে মোটেই উজ্জ্বল হবে না বলে মনে করছে অনেকে। উল্লেখ্য, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও ফাইনালে আর উঠতে পারলো না ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধোনি বাহিনী।

Post a Comment

Previous Post Next Post