বিবিসির সেরা একাদশ ঘোষণা; বাংলাদেশ ও ভারতের কেউ নেই

বিবিসির সেরা একাদশ ঘোষণা; বাংলাদেশ ও ভারতের কেউ নেই
বিবিসির সেরা একাদশ ঘোষণা; বাংলাদেশ ও ভারতের কেউ নেই
মোহাইমিন ইসলাম মাহিনঃ আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও বিবিসি’র করা বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়নি ভারতের কোনো খেলোয়াড়ের। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও জিম ম্যাক্সওয়েলদের গড়া বিশ্বকাপের সেরা একাদশে দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আধিপত্য বেশি। ব্রেন্ডন ম্যাককালামকে অধিনায়ক নির্বাচিত করে বিবিসির সেরা একাদশ নির্বাচিত করা হয়। ম্যাককালাম ও মার্টিন গাপটিল ওপেনিং জুটি হিসেবে নির্বাচিত হয়েছেন। উইকেটকিপিংয়ের পাশাপাশি স্টিভেন স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে কুমার সাঙ্গাকারাকে মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে বাছাই করা হয়েছে। অলরাউন্ডার হিসেবে বিবিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। বোলিংয়ে অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টরির পাশাপাশি বিশ্বকাপের সেরা তিন পেসার ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক ও মরনে মরকেলকে রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post