এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে

এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে
এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে
নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, হরতাল-অবরোধসহ যত বাধাই আসুক না কেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্বিঘ্নে ও নিরাপত্তার ভিতর পরীক্ষা গ্রহণের স্বার্থে তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০দলের প্রতি হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবান জানান। এবছর ১০ বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীর মোট সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪।

Post a Comment

Previous Post Next Post