![]() |
গাড়ি চালিয়ে ইউরোপ থেকে আমেরিকা ! |
নিউজ ডেস্কঃ এবার কি ইউরোপ থেকে আমেরিকায় যেতে আর বিমানে চাপতে হবে না! নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়েই যাওয়া যাবে আমেরিকায়? এখনই হয়তো যাওয়া হবে না। তবে বাস্তবায়নের স্বপ্ন দেখা হচ্ছে। খবর সিএনএন। এই স্বপ্নের কথা জানিয়েছেন রাশিয়ার রেলওয়ের প্রধান ভ্লাদিমির ইয়াকুনিন। তিনি জানিয়েছেন, বৃহৎ আকারের ট্রান্স-সাইবেরিয়ান হাইওয়ে নির্মাণ করার প্রস্তাব করেছি। যা রাশিয়ার পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে আমেরিকার আলস্কা প্রদেশ হয়ে এশিয়া ও উত্তর আমেরিকাকে বিভক্তকারী বেরিং সাগর ঘেঁষে যাবে। মস্কো কেন্দ্রিক রাশিয়ান একাডেমি অব সায়েন্স-এর এক সভায় এই কাজের পরিকল্পনার বিষয়টি তোলা হয়। ট্রান্স-ইউরোশিয়ান বেল্ট ডেভেলপমেন্ট (টিইপিআর) এই প্রকল্প বাস্তবায়নের জন্য ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ের রাস্তার কিছুটা পরিবর্তন করার কথা বলে। এছাড়া তেল ও গ্যাস সরবরাহের সুবিধা রাখার উপর জোর দেয়। ইয়াকুনিন এই প্রস্তাবকে `ওয়ার্ল্ড ফিউচার জোন` বলে আখ্যা দিয়েছেন। এই রাস্তাটি রাশিয়ার ভেতর দিয়ে পশ্চিম ইউরোপ ও এশিয়াকে সম্পৃক্ত করবে। রাশিয়া থেকে পশ্চিম ইউরোপের দূরত্ব ১০ হাজার কিলোমিটার। `ওয়ার্ল্ড ফিউচার জোন` বাস্তবায়িত হলে এশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার যোগাযোগ মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে যাবে। এত বড় প্রকল্পের অর্থের যোগানের বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।