খুশকি দূর করতে মেহেদির ব্যবহার

খুশকি দূর করতে মেহেদির ব্যবহার
খুশকি দূর করতে মেহেদির ব্যবহার
খুশকি নিয়ে সমস্যায় পড়ে থাকেন অনেকেই। চুলে খুশকি হলে মাথার ত্বকে সমস্যা তো হয়ই, দেখা দিতে পারে চুল পড়ার সমস্যাও। অস্বস্তিদায়ক এই যন্ত্রণা এড়াতে অনেকেই অনেকরকম প্রচেষ্টা করে থাকেন। তার কোনোটা হয়তো কার্যকরী, কোনোটা নয়। তবে খুশকি দূর করার অন্যতম কার্যকরী উপাদান হলো মেহেদি। জেনে নিন খুশকি দূর করার জন্য মেহেদির ব্যবহারের পদ্ধতিটি- মেথি সারারাত ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিন। পরিমাণ মত সরিষার তেল গরম করে এতে মেহেদী পাতা দিয়ে দিন। ঠান্ডা হলে এই তেলে মেথি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোঁড়ায় মাথার ত্বকে লাগান। ২ ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলুন। চুল খুব দ্রুত খুশকি মুক্ত হবে।

Post a Comment

Previous Post Next Post