পা নাকি মুলা !

পা নাকি মুলা !
পা নাকি মুলা !
নিউজ ডেস্কঃ জাপানে একটি মুলার প্রদর্শনী হচ্ছে। তবে এটি কোনও সাধারণ মুলা নয়। মুলাটি দেখতে হুবহু মানুষের পায়ের মতো। এটির আকার একটি ১২ সাইজের জুতোর সমান। ইউকিহিরো ইকিউচি নামের এক জাপানি তার নিজ বাগানে দেড় কেজির এ মুলাটি দেখতে পান। বর্তমানে দক্ষিণের শহর আয়াগাওয়াতে এটি প্রদর্শিত হচ্ছে। মানুষের পায়ের বৃদ্ধাঙ্গুলির মতোই মুলাটির একটি আঙ্গুল তুলনামূলক বড়। এটা দেখে পুরোপুরি মানুষের পায়ের মতো মনে হয়। এর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার। মুলাটি কাটার বদলে এটি সংরক্ষণ ও প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন এর মালিক ইউকিহিরো ইকিউচি।
 সূত্র: ডেইলি মেইল।

Post a Comment

Previous Post Next Post