বাংলাদেশের পরশ মিরাক্কেলে রানারআপ হয়েছে


porosh
বাংলাদেশের পরশ মিরাক্কেলে রানারআপ হয়েছে
বিনোদন ডেস্কঃ জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় কমিডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশী মোঃ বদরুল হায়দার পরশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে পড়াশোনা করেছেন। তিনি পেয়েছেন দুই লাখ টাকা। এর মধ্যে এক লাখ টাকা দিয়েছে জি-বাংলা এবং অপর এক লাখ টাকা দিয়েছে এই অনুষ্ঠানের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাণ গ্রুপের অ্যাটম গাম। পরশের সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা । সেই আনন্দের অংশীদার হয়েছে সারা বাংলাদেশ। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের বাকুড়ার ছেলে কাজু। তিনি তার বাবার সঙ্গে হোটেলে কাজ করেন। এ ছাড়া যৌথভাবে তৃতীয় হয়েছেন ইমন-সন্দীপ জুটি ও অনিকেত। রোববার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্র্যান্ড ফিনালে দেখানো হয়। প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পরই বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপস্থাপক মীর। চ্যাম্পিয়ন কাজু পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা, সঙ্গে একটি গাড়ি। ইমন-সন্দীপ এবং অনিকেত যৌথভাবে পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেকে থাইল্যান্ড যাওয়ার সুযোগও পাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post