 |
| নান্না পীরের বাড়ীর বোখারী শরীফ খতম সম্পন্ন |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নান্না পীরের বাড়িতে বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলা তথা আশে পাশের সকল উপজেলা থেকে অনেক গন্যমান্য ব্যক্তিসহ অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।