সাকিব আউট ৪৬ রানে

সাকিবও আউট
সাকিবও আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন
আমিন জাহানঃ ১০০ রানে ৫ উইকেট হারালে ৩৩৩ রানের টার্গেট কি তাড়া করা সম্ভব? সম্ভব কি দলে আট ব্যাটস্যমান থাকলেও ?  এই প্রশ্নটা আসে। বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালে। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ব্যাটে প্রতিরোধের গল্প লিখেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারানোর পর আবার সেই জুটি রুখে দাঁড়িয়েছিল। পাল্টা আক্রমণ চালিয়েছেন তারা। কিন্তু সাকিব (৪৬) দিলশানের বলে মালিঙ্গাকে ক্যাচ দিয়ে ফিরলে বড় বিপদেই পড়ে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় টাইগারদের সংগ্রহ ৩২ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান।
মুশফিক ২৩ ও সাব্বির শূণ্য রানে ব্যাটিং করছেন। এরআগে তামিম শূণ্য, সৌম্য ২৫, মুমিনুল ১, এনামুল ২৯ ও মাহমুদুল্লাহ ২৮ রান করে আউট হয়েছেন। মেলবোর্নে আজ টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তিলকারতে দিলশান ও কুমারা সাঙ্গাকারার চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশকে ৩৩৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দিলশান ও লাহিরু থিরিমান্নের ওপেনিং জুটি থেকে ১২২ রান পায় তারা। থিরিমান্নে ৫২ রান করে রুবেল হোসেনের বলে আউট হন। দ্বিতীয় উইকেটে ২১০ রানের অপরাজিত জুট গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দিলশান ও সাঙ্গাকারা। ১৪৬ বলে ১৬১ রানের চমৎকার ইনিংস খেলেন দিলশান। ২২ চারে এই রান করেন তিনি। আর ৭৬ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাঙ্গাকারা। ১ ছক্কা ও ১৩ চারে ইনিংসটি সাজান তিনি। এ সুবাদে নির্ধারিত ওভারে সংগ্রহ ১ উইকেটে ৩৩২ রানের পুুঁজি পায় শ্রীলঙ্কা।

Post a Comment

Previous Post Next Post