![]() |
| কুলাউড়ায় ৬ শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী বহিস্কার |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩টি কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলার দায়ে ৬ শিক্ষক ও পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের কারণে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও অসাদুপায় অবলম্বনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান তাদেরকে বহিস্কার করেন। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, শুক্রবারের এসএসসি পরীক্ষায় অবহেলার কারণে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মুহিবুর রহমান ও ১ পরীক্ষার্থী এবং মনসুর মোহাম্মদিয়া মাদ্রাসা থেকে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। অন্যদিকে জালালাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ভাটেরা স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুছ সামাদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান ও আজিজুর রহমানসহ ৫ শিক্ষক ও ১১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তিনটি কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার দায়ে ৬ শিক্ষক ও পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের কারণে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
ট্যাগ »
কুলাউড়া
