![]() |
| বইমেলায় আগামী প্রকাশনী’র বইয়ে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা |
উল্লেখ্য, বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা আছে, অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে। সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না। সম্প্রতি বাংলা একাডেমির উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার নিজেই স্বীকার করেছেন, বাংলা একাডেমি নীতিমালা অনুযায়ী মেলায় ধর্ম, রাষ্ট্রকে কটাক্ষ করে কোনও গ্রন্থ প্রকাশ করা যাবে না এবং প্রদর্শন করা যাবে না (http://goo.gl/G5lIsJ)। এত কঠিন ও স্পষ্ট নীতিমালা থাকলেও কোন যুক্তিতে আগামী প্রকাশনী (বইমেলায় প্যাভিলিয়ন নং-৫, ফোন: 9591185, 7110021, 01790-586362) এ ধরনের বিকৃতমনা, রুচিহীন ও ধর্ম অবমাননাকর প্রকশনা বের হলো ??
এ ধরনের বিকৃত বই প্রকাশ্যে প্রচারের জন্য সংশ্লিষ্টদের কঠিন শাস্তি দাবি করছি এবং আগামী প্রকাশনী নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
