বইমেলায় আগামী প্রকাশনী’র বইয়ে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা

বইমেলায় আগামী প্রকাশনী’র বইয়ে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা
বইমেলায় আগামী প্রকাশনী’র বইয়ে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা
নিউজ ডেস্কঃ এবারের বইমেলায় আগামী প্রকাশনী থেকে কুখ্যাত ও বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিনের ‘গদ্য পদ্য’ নামক একটি বই বেড়িয়েছে। বইটিতে পবিত্র ইসলাম ধর্মকে নারী যৌনাঙ্গের সাথে তুলনা দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। বইটির ১২৭ পৃষ্ঠায় বলা হয়েছে:  “মেয়েদের শরীর ইসলামের বড় সম্পদ, মেয়েদের যৌনাঙ্গেই ঝুলে আছে যাবতীয় ইসলাম। যৌনাঙ্গ নড়লে চড়লে ইসলাম খসে পড়ে। আল্লাহ’র পেয়ারা নবী এ কারনেই মেয়েদের বলেছেন, যৌনাঙ্গোর হিফাজৎ করতে অর্থাৎ ইসলামের হিফাজৎ করতে। আমরা এও জানি, ইসলামী বেহেস্তে থাকবে ইসলামে ভরপুর, প্রচুর হুরী বেশ্যার যৌনাঙ্গে ভরপুর। যে অধ্যাপকেররা মেয়েদের যৌনাঙ্গের/ইসলামের গুরুত্ব বুঝবে না, তারা সব মরে যাক, মরে গিয়ে ইসলাম/যৌনাঙ্গ বাঁচাক।” (http://goo.gl/6nuEPK)

উল্লেখ্য, বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা আছে, অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে। সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না। সম্প্রতি বাংলা একাডেমির উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার নিজেই স্বীকার করেছেন, বাংলা একাডেমি নীতিমালা অনুযায়ী মেলায় ধর্ম, রাষ্ট্রকে কটাক্ষ করে কোনও গ্রন্থ প্রকাশ করা যাবে না এবং প্রদর্শন করা যাবে না (http://goo.gl/G5lIsJ)। এত কঠিন ও স্পষ্ট নীতিমালা থাকলেও কোন যুক্তিতে আগামী প্রকাশনী (বইমেলায় প্যাভিলিয়ন নং-৫, ফোন: 9591185, 7110021, 01790-586362) এ ধরনের বিকৃতমনা, রুচিহীন ও ধর্ম অবমাননাকর প্রকশনা বের হলো ??

এ ধরনের বিকৃত বই প্রকাশ্যে প্রচারের জন্য সংশ্লিষ্টদের কঠিন শাস্তি দাবি করছি এবং আগামী প্রকাশনী নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post