![]() |
| বর অসুস্থ তাই অতিথিকে বিয়ে করলেন তরুণী |
নিউজ ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। এক মেয়ে হবু বরকে বিয়ে না করে ওই অনুষ্ঠানের অতিথিকে বিয়ে করেছেন। উত্তর প্রদেশের মোরাদাবাদের পঁচিশ বছরের তরুণ যুগল কিশোরের সাথে রামপুরের তেইশ বছরের তরুণী ইন্দিরার বিয়ের প্রস্তুতি চলছিল ভালভাবেই। এমনকি মালাবদল পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু যখনই মালাবদলের জন্য হাত বাড়ালেন পাত্র তখনই তিনি সবার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যান ফ্লোরে। আর তখনই পাত্রী জানতে পারেন যে তার হবু স্বামীর মৃগী রোগ রয়েছে। জানা যায়, কিশোরের পরিবারের পক্ষ থেকে রোগের এই তথ্যটি মেয়ের পরিবারের কাছে গোপন রাখা হয়। এতেই ক্ষুব্ধ হন পাত্রী। অনুষ্ঠানেই তিনি হরপাল সিং নামের একজনকে বিয়ে করবেন বলে জানান। হরপাল সিং সম্পর্কে তার ভগ্নিপতির ভাই। তিনি অনুষ্ঠানে অতিথি ছিলেন। এসময় হরপাল সিংয়ের অপ্রস্তুত ভাব লক্ষ্য করা যায়। কিন্তু ইন্দিরাকে বিয়ে করতে নিজের সম্মতির কথা জানান হরপাল। পরে তাদের দুইজনের বিয়ের কাজ সম্পন্ন হয়। আর এর মধ্যেই ডাক্তারের কাছে গিয়ে সাময়িক সুস্থ হয়ে আসেন হবু বর। কিন্তু তিনি ফের ওই অনুষ্ঠানে আসতে আসতেই তার হবু বউ অন্যের বউ হয়ে যান। পরে এ নিয়ে মেয়ে ও কিশোরের পরিবারের মধ্যে সংঘর্ষ হলেও তরুণীর দৃঢ়তায় কোনো কাজে আসেনি। সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
ট্যাগ »
রঙ্গমঞ্চ/মিরাক্কেল
