কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন

কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন
আমিন জাহানঃ কুলাউড়ার সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব, পরিবেশবাদী সংগঠন শেড অব নেচার ও সাংস্কৃতিক সংগঠন সৃসাস এর যৌথ উদ্যোগে বাঙ্গালীর হারিয়ে যাওয়া সংস্কৃতি “চড়ুইভাতি” উৎসব ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।  গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় ইউনাইটেড রয়েল্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহফুজ শাকিলের কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রামস্থ নিজ বাড়িতে চড়ুইভাতি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৃসাস উপজেলা শাখার সভাপতি এ কে এম জাবের এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রথমে তিন সংগঠনের সকল সদস্যদের প্রতিক্রিয়া ও অনুভূতি ব্যক্ত করা হয়।
কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন
দ্বিতীয় পর্বে গেইম শোর আয়োজন করা হয়। গেইমশো পর্বের সঞ্চালনা করেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়। প্রত্যেক সদস্যদের মধ্যে লটারী ড্র এর মাধ্যমে বিভিন্ন বিনোদন মূলক শো প্রদর্শন করা হয়। প্রতিটি শোর জন্য সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে চড়ুইভাতির খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, শেড অব নেচার সাধারন সম্পাদক সাঈদ খান শাওন ও সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী এড. আতাউর রহমান শামীম, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান,  শেড অব নেচার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সুফিয়ান আহমদ, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান চৌধুরী সোহেল, ইউনাইটেড রয়েল্স ক্লাবের নির্বাহী সদস্য জাহেদ রহমান, শাহাদৎ হোসেন চৌধুরী, ইউনাইটেড রয়েল্স ক্লাবের পৌর শাখার সভাপতি কামরুল হাসান, আবুল কাশেম ওসমানী, সুরমান আলী ।
কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন
ইউনাইটেড রয়েল্স ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ সুমন, শাহরিয়ার সাফওয়ান তালুকদার, এম আই মুর্শেদ, কামরুল ইসলাম, আতিকুল ইসলাম তুহিন, কামরান আহমদ, খালেদ আহমদ, সাইফুল ইসলাম, শেড অব নেচারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম কর্ণ, রাহাতুল ইসলাম, রামিম রাসেল চৌধুরী, সোহেল আহমদ, খায়রুল কবির জাফর, আজিজুল ইসলাম উজ্জল, আব্দুস সামাদ চৌধুরী, আবু রোম্মান চৌধুরী, মোঃ ফজলে রাব্বী চৌধুরী, আনিসুল ইসলাম সুজন, তাওহীদ খান নাহিদ, শফিকুল ইসলাম, সৃসাস সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃসাসের উপদেষ্ঠা শামছুল ইসলাম ছমছু, সদস্য শেখ মোঃ ইব্রাহীম আলী, নুরুল হুদা, জিয়াউর রহমান, রাজিব কৈরি, আবুল হাসনাত রাত, রুহেল আহমদ, তামিম ইসলাম খান, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ছালাম আহমদ প্রমুখ
কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন
 কুলাউড়ায় তিন সংগঠনের উদ্যোগে চড়ুইভাতি (টুপাটুপি) উৎসব সম্পন্ন

Post a Comment

Previous Post Next Post