বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন
মাহফুজ শাকিলঃ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন হলো দক্ষিণ আফ্রিকার রোভোস ট্রেন। এই ট্রেনে ভ্রমণকারীরা সাধারণ প্রিটোরিয়া থেকে কেপটাউন পর্যন্ত ভ্রমণ করতে পারেন। তিন ধরনের কেবিন রয়েছে এই ট্রেনে। এগুলো হলো - রয়েল স্যুট, ডিলাক্স স্যুট এবং পুলম্যান স্যুট। ট্রেনের কামরাগুলো কাঠ দিয়ে তৈরি আর প্রতিটা কেবিনে এসি, বাথরুম, বার সবই আছে। এক সাথে সর্বোচ্চ ৭২ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারেন। তিনটি কেবিনের মধ্যে রয়েল স্যুট তৈরি করা হয়েছে একটি বগির অর্ধেক জায়গা জুড়ে। আর এটাই সবচেয়ে বড় এবং বিলাসবহুল স্যুট। কেউ যদি রয়েল স্যুটে প্রিটোরিয়া থেকে কেপটাউন পর্যন্ত ভ্রমণ করতে চায়, তবে তাকে খরচ করতে হবে ২ লাখ টাকার কিছু বেশি। তবে এর মধ্যেই তিন বেলার খাবার, পানীয়, বিগ হোল ও ডায়মন্ড মাইন মিউজিয়াম পরিদর্শনের বিষয়টি অন্তর্ভূক্ত। ট্রেনটিতে ভ্রমণে জামা-কাপড়া পরিধান করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। দিনের বেলা আনুষ্ঠানিক পোষাক (ফর্মাল ড্রেস) পরিধান না করলেও সন্ধ্যার সময় আনুষ্ঠানিক পোষাক পরতে হবে। এছাড়া কেউ ইন্টারনেট ব্যবহার করতে চাইলে নিজের কেবিনে বসেই ব্যবহার করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post