অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সাইদুল ইসলামঃ কমলগঞ্জ উপজেলার আদমপুর রোডের হুমেরজান এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তাসলিমা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে তাসলিমা একই এলাকার মাসুক মিয়ার মেয়ে। সে দক্ষিণ তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাব্বির আহমদ ভূঁইয়া জানান, সকালে তাসলিমা বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Post a Comment

Previous Post Next Post