পৃথিমপাশায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

পৃথিমপাশায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব পৃথিমপাশা গ্রামে ১.৭৭৮ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াছ আলী চৌধুরী রেকু মিয়ার সভাপতিত্বে ও সৈয়দ আশফাক হোসেন তানভীরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরম্নল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ পলস্নী বিদু্যৎ অফিসের এজিএম ইছহাক আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আব্দুল মনাফ, জয়চণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা বাবু গৌরা ঘোষ, আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ, কিবরিয়া হোসেন খোকন, আজির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল বৈদ্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ, কুলাউড়ার সংলাপ প্রতিনিধি এম এ কাইয়ুম, সীমানত্দের ডাক প্রতিনিধি রাজু আহমদ, আওয়ামী লীগ নেতা হীরা মিয়া, বাদশা মিয়া প্রমুখ। উল্লেখ্য, ১২০ জন গ্রাহক বিদু্যৎ সংযোগ লাভ করেন।

Post a Comment

Previous Post Next Post