নিউজ ডেস্কঃ পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গত ৭ ফেব্র“য়ারি সকাল ১১ টায় ৩০ মিনিটে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোঃ শাহজাহান কবির চৌধুরী। সি এইচ সিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ওসমানীর পরিচালনায় মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল মেডিকেল অফিসার, নার্স, স্যাকমো, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক, সিএইচসিপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ফার্মেসীর মালিকবৃন্দ, ডায়াগণস্টিক কর্মচারীবৃন্দসহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, এম ও ডিসি ও ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সাঈদ এনাম, এম ও ডাঃ মহী উদ্দিন আহমদ, ডাঃ আবু নাসের মোঃ রাশু, ডাঃ শিশির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী বদরুল ইসলাম, লুৎফুর রহমান, সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম জাবের, কুলাউড়া সিএইচসিপি সভাপতি শেখ ইব্রাহীম প্রমুখ। সকল বক্তারা পেট্রোল বোমা ও নাশকতার বিরুদ্ধে জনগণকে রুখে দাড়ানোর আহবান জানান। এবং নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।