![]() |
| এক ম্যাচেই যত রেকর্ড গড়লো টাইগাররা |
মোহাইমিন ইসলাম মাহিনঃ আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বুধবারের এ ম্যাচে ১০৫ রানের দারুণ এক জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের জন্য বলা যায় রেকর্ডে ঠাসা ম্যাচ ছিল এটি। ব্যক্তিগত ও দলীয় রেকর্ডগুলো হলো- পঞ্চম উইকেটে সাকিব- মুশফিকের ১১৪ রানের জুটি যা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। পাশাপাশি বিশ্বকাপের আসরে এটিই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। ২০১১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ইমরুল- জুনায়েদের ৯২ রানের জুটি ছিল এতদিন বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এদিকে, ওয়ানডে ক্রিকেটে সাকিব- মুশফিক জুটির এটি ছিল চতুর্থ সেঞ্চুরি স্ট্যান্ড। এ জুটিতে এখন অবদি মোট সংগ্রহ ১,৭২৫ রান। যা ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে বাংলাদেশের কোনো একটি জুটিতে সংগৃহীত সর্বোচ্চ মোট রান। আফগানিস্তানের বিপক্ষে করা ২৬৭ রান বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা দলীয় সংগ্রহ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ওয়ানডে ম্যাচে এটিই বাংলাদেশের সেরা দলীয় স্কোর। বাংলাদেশের এটি টানা ষষ্ঠ ওয়ানডে ম্যাচে জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি ওয়ানডে জিতেছে তারা। ১০৫ রানের এই জয় বিশ্বকাপ আসরে বাংলাদেশের জন্য রানের ব্যবধানে পাওয়া সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রানের জয়ই ছিল সেরা। আর ওয়ানডেতে বাংলাদেশের সপ্তম সর্বোচ্চ ব্যবধানে জয় এটি। বাংলাদেশ প্রথম ২০ ওভারে করেছে ৬৭ রান। ননটেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে কেনিয়ার বিপক্ষে ২০০৩ সালের বিশ্বকাপে প্রথম ২০ ওভারে বাংলাদেশ করেছিল ৬৬ রান। প্রথম কোনো বাংলাদেশী ব্যাটসম্যন হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে সাকিব আল হাসান এই ম্যাচের মধ্য দিয়ে ৪ হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন।
ট্যাগ »
খেলা
