একুশে পদক পেলেন বড়লেখার দ্বিজেন শর্মাসহ ১৫ জন

একুশে পদক পেলেন বড়লেখার দ্বিজেন শর্মাসহ ১৫ জন
দ্বিজেন শর্মা
নিউজ ডেস্কঃ এবারের একুশে পদক পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতি সন্তান নিসর্গবিদ দ্বিজেন শর্মাসহ ১৫ জন । রোববার তাদের নাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়। আগামী ১৯  ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেবেন।  দ্বিজেন শর্মাকে ভাষা ও সাহিত্যে একুশে পদক দেয়া হচ্ছে । মনোনীতরা হলেন -ভাষা আন্দোলনে মরহুম পিয়ারু সরদার, মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস,  ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা, মুহম্মদ নূরুল হুদা ও শিল্পকলায় মরহুম আব্দুর রহমান বয়াতি, এস এ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া,  সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post