৮৭ তম অস্কার (২০১৫): সেরা ছবি বার্ডম্যান ; সেরা অভিনেতা এডি রেডমেইন; সেরা অভিনেত্রী জুলিয়ান মুর

৮৭ তম অস্কার (২০১৫): সেরা ছবি বার্ডম্যান
৮৭ তম অস্কার (২০১৫): সেরা ছবি বার্ডম্যান
নিউজ ডেস্কঃ শেষ হল ২০১৫ সালের ৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি। এবছর “বয়হুড” ও “বার্ডম্যান”-এর মধ্যে ছিল প্রতিযোগিতা। কিন্তু, “বয়হুড”-কে পিছনে ফেলে সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল “বার্ডম্যান”। এক নজরে দেখে নেব এবছরের অস্কার বিজেতাদের।
  • সেরা ছবি : বার্ডম্যান
  • সেরা অভিনেতা : এডি রেডমায়েন
  • সেরা অভিনেত্রী : জুলিয়েন মুর
  • সেরা পরিচালক : অ্যালেজ়্যান্দ্রো জি ইনারিতু (বার্ডম্যান)
  • সেরা সহ অভিনেতা : জে কে সাইমনস
  • সেরা সহ অভিনেত্রী : প্যাট্রিসিয়া অ্যাকিউয়েট
  • বেস্ট সিনেমাটোগ্রাফি : বার্ডম্যান (এমানুয়েল লুবেজ়কি)
  • বেস্ট এডিটিং : হুইপল্যাশ (টম ক্রস)
  • বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে : বার্ডম্যান
  • বেস্ট অ্যাডপটেড স্ক্রিন প্লে : দা ইমিটেশন গেম
  • বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম :  : ফেস্ট
  • বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম :  : বিগ হিরো সিক্স
  • অরিজিনাল সং : গ্লোরি (জন স্টেফেন্স ও লুনি লিন)
  • অরিজিনাল স্কোর : অ্যালেকজ়ান্ডার ডেসপ্ল্যাট (দা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল)
  • সেরা বিদেশি ভাষার ছবি : ইডা (পোল্যান্ড)
  • বেস্ট লাইভ অ্যাকশন (শর্ট) : ম্যাট কিরকবাই ও জেমস লুকাস (দা ফোন কল)
  • বেস্ট ডকুমেন্টরি (শর্ট সাবজেক্ট) : ক্রাইসিস হটলাইন : ভেটার‍্যান্স প্রেস ওয়ান
  • বেস্ট ডকুমেন্টরি (ফিচার) : সিটিজ়েনফোর
  • বেস্ট সাউন্ড মিক্সিং : হুইপল্যাশ (ক্রেগ ম্যান, বেন উইলকিনস ও থমাস কারলে)
  • বেস্ট সাউন্ড এডিটিং : অ্যামেরিকান স্নাইপার (অ্যালেন রবার্ট মুরে ও বব অ্যাসম্যান)
  • বেস্ট ভিস্যুয়াল এফেক্ট : ইনস্টলার (পল ফ্র্যাঙ্কলিন, অ্যান্ড্রু লকলে, আয়ান হান্টার ও স্কট ফিশার)
  • সেরা কস্টিউম ডিজ়াইন : মিলেনা ক্যানোনেরা (দা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল)
  • সেরা মেক আপ ও হেয়ারস্টাইল : ফ্রান্সিস হ্যানন ও মার্ক কউলিয়ার (দা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল)
  • বেস্ট প্রোডাকশন ডিজ়াইন : অ্যাডাম স্টকহুসেন ও আনা পিনক (দা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল)

Post a Comment

Previous Post Next Post