উন্নয়ন মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত হাকালুকি হাওর

উন্নয়ন মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত হাকালুকি হাওর
নিউজ ডেস্কঃ কুলাউড়া শনিবার ০৭ফেব্রুয়ারী দুপুর ১ টায় হাকালুকি হাওর বেষ্টিত ৫টি উপজেলার সংশ্লিষ্ট কর্মকতা, সাংবাদিক ও গ্রাম সংরক্ষন দলসমূহের প্রতিনিধিদেরকে নিয়ে পরিবেশ অধিদপ্তরের জীব বৈচিত্র সম্পদ ব্যবস্থাপনা বিকল্প কর্ম সংস্থান সহায়তায় আলোচনা সভা ও ক্ষুদ্র মুলধন অনুদান হিসেবে হাকালুকি পারের ২৮ টি সমিতিকে ১লাখ টাকা করে চেক বিতরন করা হয়।
কুলাউড়া উপজেলা জনমিলন কেন্দ্রে ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিবেশ অীধদপ্তরের কমিউনিটি এন্ড ইনষ্টিটিউশনাল ডেপোলাপমেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভা ও ক্ষুদ্র মুলধন অনুদান বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ও প্রকল্প মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ও পরিচালক(প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) যুগ্ন সচিব ডঃ সুলতান আহমদ, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ফেঞ্চুগনজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগ পরিচালক মোঃ ছালাহ্উদ্দীন চৌধুরী। অনুষ্টানে সিবিএইসএ প্রকল্পের কার্যক্রমের মাল্টিমিডিয়া উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ইসএ ম্যানেজমেন্ট অফিসার মোঃ নাজিম হোসেন শেখ।
অন্যান্যদর মধ্যে আলোচনায় অংশ নেন জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজমুল মাষ্টার, সাংবাদিক কল্যান প্রসূণ চম্পু, ভিসিজি দলের মধ্যে ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া যধিষ্ঠিপুর-বাদে দেউলি ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিঃএর ছেমনারা বেগম, জুড়ী জায়ফরনগর ইউপির বেলাগাও সোনাপুর ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিঃএর আলী আহমদ, বড়লেখার হাকালুকি জাগরনী ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিঃএর বেলাল আহমদ, গোলাপগঞ্জ কুশিয়ারা উত্তর বাদে পাশা ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিঃএর হেলাল আহমদ, গোলাপগঞ্জ শরিফপুর ইউনিয়ন শাপলা ভিসিজি ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিঃএর ইসমাইল হোসেন প্রমুখ ।
সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশের অন্যতম বৃহত্তর হাকালুকি হাওর মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। সরকার হাওর উন্নয়নের জন্য ৩শত কোটি টাকা ব্যায় করছে। উদ্দ্যেশ্য হাওর পারের মানুষকে সচেতন করে পরিবেশ সংরক্ষন করা । অন্যান্য বক্তারা বলেন হাওরাঞ্চলের জলজ প্রতিবেশ রক্ষা করা, প্রাকৃতিক জলাধার খাল, নদী, বিল, হাওর বাওর রক্ষায়, জীব-বৈচিত্র পরিবেশ সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রয়াস। তাই সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হাওরপাড়ের মানুষ, গ্রাম সংরক্ষন দলের ভিসিজি সদস্য সহ সবাই তাদের স্বস্ব অবস্থান থেকে পরিবেশ রক্ষা সহ হাওরঞ্চলের দরিদ্রতা দুর করা এবং সর্বোপরি আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশের জাতীয় উন্নয়নকে নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয়।
পরে পরিবেশ অধিদপ্তর ও প্রকল্প মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ রইছউল আলম মন্ডল মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জসহ ৫টি উপজেলার হাকালুকি হাওরের গ্রাম সংরক্ষন প্রতিটি গ্রুপকে ১ লাখ করে ২৮লাখ টাকার চেক ইসি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় লিঃ সভাপতি/সম্পাদকের হাতে তুলে দেন ।

Post a Comment

Previous Post Next Post