শ্বেতী রোগ আসলে কি সংক্রামণ ?

শ্বেতী রোগ আসলে কি সংক্রামণ ?
শ্বেতী রোগ আসলে কি সংক্রামণ ?
সিএইচসিপি মহিউদ্দিন সোহাগঃ শ্বেতী সংক্রামণ নয়, শ্বেতী রোগের কারণ সম্পর্কে জানাচ্ছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডা. সত্যচরণ দত্ত ৷ শ্বেতী রোগ মানুষের ত্বকের একটি সাধারণ সমস্যা। শ্বেতী রোগে ত্বক মেলানিন (যা মানুষের ত্বক, চোখ ও চুলের রঙ নির্ধারণ করে) হারায়। যখন ত্বকের কোষগুলো ক্ষয় হয় বা মারা যায় তখন শ্বেতী রোগ হয়। কারণ ত্বকের কোষগুলোই মেলানিন তৈরি করে। শ্বেতীর ফলে ত্বকের উপর সাদা দাগের সৃষ্টি হয়। 
শ্বেতী রোগ সাধারণত ৩ রকমের হয়ঃ
 ১. শরীরের অল্প কিছু অংশে
২. যে কোনো একদিকে এবং
৩. শরীরের অধিকাংশ জায়গায়

শ্বেতী রোগ কেন হয়ঃ
চিকিৎসকরা মনে করেন, এখনও এই রোগের সঠিক কারণ জানা যায়নি৷ তবে বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্যের রিঅ্যাকশন যেমন, টিপের আঁঠা, সিদুঁর ইত্যাদি৷ সস্তা প্লাসটিক চটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি হলে শ্বেতী রোগ হয়৷

যেভাবে বুঝবেনঃ
 - ত্বকের উপর সাদা দাগ দেখা দিলে
  -অল্প বয়সে মাথার চুল, চোখের ভ্রু, দাড়ি সাদা হলে
  -চোখের ভিতরের অংশ বর্নহীণ লাগলে৷

শ্বেতী রোগের চিকিৎসা সময়সাপেক্ষ৷ এই রোগ পুরোপুরি নাও সারতে পারে। অবশ্য অনেক সময় শ্বেতী নিজে থেকেই সেরে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। তবে সব রোগীর জন্য সব চিকিৎসা পদ্ধতি একরকম হয় না৷ তবে চিকিৎসকরা জানাচ্ছেন, শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয়৷ সাধারনত ঔষুধের দ্বারাই এই রোগের চিকিৎসা হয়৷ খাওয়া-দাওয়ায় সেইরকম বিধিনিষেধ না থাকলেও ঔষুধ সেবনের সময চিকিৎসকরা টক জাতীয় খাবার খেতে বারণ করেন৷

Post a Comment

Previous Post Next Post