কামারকান্দি আদম নিশান ইসলামী শিক্ষা কেন্দ্রে অনুদান

কামারকান্দি আদম নিশান ইসলামী শিক্ষা কেন্দ্রে অনুদান
কামারকান্দি আদম নিশান ইসলামী শিক্ষা কেন্দ্রে অনুদান
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান কর্তৃক রাজস্ব তহবিলে জয়চন্ডী ইউনিয়নে প্রাপ্ত বরাদ্দ হতে কামারকান্দি আদম নিশান ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাঁদ ঢাঁলাইয়ে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। গত ১২ ডিসেম্বর সোমবার জয়চন্ডী ইউনিয়নের চেয়াম্যানের কার্যালয় থেকে প্রাপ্ত অনুদানের টাকা গ্রহণ করেন উক্ত পঞ্চায়েতের পরিচালক আব্দুল খালিক, ফারুক মিয়া, মাতাব মিয়া ও নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিস আহমদ কমরু, সচিব শিরিন আক্তার, ইউপি সদস্য লুৎফুর রহমান মাহের, হাজী আব্দুস সহিদ, হোসেন রাজা তালুকদার, রমজান আলী, ছকাওত আলী, আমীর আলী, মুনু মিয়া, সুবাস গোয়ালা, বিমল দাস, লায়লা বেগম, সাবিত্রি রাণী রাজভর, আলতী রাণী বিশ্বাস এবং ডিজিটাল সেন্টার উদ্যেক্তা মুসলিম আহমদ।
সুত্রঃ আব্দুল আহাদ

Post a Comment

Previous Post Next Post