বায়তুল মোকাররমে কোকোর জানাজায় লাখো মানুষ

কোকোর জানাজায় লাখো মানুষ
কোকোর জানাজায় লাখো মানুষ

কোকোর জানাজায় লাখো মানুষ
কোকোর জানাজায় লাখো মানুষ - ১

কোকোর জানাজায় লাখো মানুষ
কোকোর জানাজায় লাখো মানুষ-২
নিউজ ডেস্কঃ  প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিকেল সোয়া ৫টায় অনুষ্ঠিত হয় কোকোর জানাজা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ। জানাজায় অংশ নেন বিএনপি-জামায়াত ও ২০ দলীয় জোটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। মসজিদে জায়গা না পেয়ে অসংখ্য মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন বায়তুল মোকাররম সংলগ্ন রাস্তাগুলোতে। নামাজের কাতার প্রসারিত হয় দক্ষিণ দিকে গুলিস্তান,বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে উত্তর দিকে পল্টন, নয়াপল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল পর্যন্ত। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সামরিক কবরস্থানে অনুমতি না পাওয়ায় সিটি করপোরেশনের কবরস্থানে আরাফাত রহমান কোকোর লাশ দাফন করা হবে। বেলা তিনটার পর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আরাফাত রহমান কোকোর লাশবাহী গাড়ি রওনা হয়। গাড়ি বহরের সঙ্গে হেঁটে কয়েক হাজার নেতাকর্মী বায়তুল মোকাররমের দিকে যান। বিকাল পৌনে পাঁচটার দিকে লাশবাহী গাড়িবহর বায়তুল মোকাররমে পৌঁছে। জানাজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের  অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বায়তুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট, স্টেডিয়াম সংলগ্ন এলাকা ও জুয়েলার্স মার্কেট এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ-র‍্যাব। এসব এলাকায় প্রিজন ভ্যান থেকে শুরু করে রায়টকার, এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়। জানাজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্য বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটের দোকানপাট ও হকার ব্যবসায়ীদেরও তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post