![]() |
বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে |
প্রিয় কুলাউড়া ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। জানাজা শেষে কোকোকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাযা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, আরাফাত রহমান কোকোর মরদেহ নিয়ে তার স্বজনরা মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে মালয়েশীয় বিমানের একটি এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, মরদেহ বিমান থেকে সরাসরি গুলশান কার্যালয়ে নেয়া হবে। পরে সেখান থেকে দ্বিতীয় নামাজে জানাযার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেয়া হবে।মালয়েশিয়া বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান যুগান্তরকে জানান, বিমানে কোকোর মরদেহের সাথে তার স্ত্রী জামিয়া রহমানসহ দুই মেয়ে জাফিয়া রহমান ও জামিয়া রহমান, মামা শামীম এস্কান্দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, কোকোর মামা শ্বশুরসহ মালয়েশিয়া বিএনপির স্থানীয় ২০-২২ জন নেতা থাকবেন।
![]() |
বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে |
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা