 |
কুলাউড়ায় জামাত শিবিরের ঝটিকা মিছিল, ৫টি গাড়ি ভাঙচুর - ১ |
 |
কুলাউড়ায় জামাত শিবিরের ঝটিকা মিছিল, ৫টি গাড়ি ভাঙচুর - ২ |
 |
কুলাউড়ায় জামাত শিবিরের ঝটিকা মিছিল, ৫টি গাড়ি ভাঙচুর - ৩ |
কুলাউড়ায় জামাত শিবিরের ঝটিকা মিছিল, ৫টি গাড়ি ভাঙচুরঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ২৪ জানুয়ারী শনিবার বিকাল সাড়ে ৩টায় জামাত শিবিরের ঝাটিকা মিছিল পরে হামলায় ৫টি গাড়ি ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামাত শিবির অবরোধের সমর্থনে শহরের স্টেশন চৌমুহনা থেকে ঝাটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের উত্তরবাজার এলাকায় গিয়ে রাস্থায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং যানবাহনে ইট, পাটকেল ছুড়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা ১টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ইস্পাহানী কোম্পানির ১টি পিকাপ ভ্যান, ১টি সিএনজি চালিত অটোরিক্সা ও ১টি সিএনজি চালিত টমটম ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২টি গাড়ি ভাংচুর করা হয়েছে।