মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে, কার্যালয়ে হাজারো শোকার্ত নেতাকর্মী

মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে

মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে

নিউজ ডেস্কঃ আরাফাত রহমান কোকোর মরদেহ তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছে। কার্যালয়ের নিচতলার কনফারেন্স রুমে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন মা খালেদা জিয়া। সেখানে খালেদা জিয়া ছাড়াও পরিবারের লোকজন রয়েছেন। আর বাইরে অপেক্ষা করছেন শোকার্ত নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স গুলশান কার্যালয়ে পৌঁছায়। তবে হাজারো নেতকর্মীর ভিড়ে খালেদা জিয়ার কার্যালয়ের নিচতলার কনফারেন্স রুমে মরদেহ নিতে নিরাপত্তাকর্মীদের বেশ কষ্ট হয়। এছাড়া পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। কনফারেন্স রুমে মা খালেদা জিয়ার উপস্থিতিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মাকে নিয়ে কোকোর স্ত্রী শর্মিলী রহমানও সেখানে এসে পৌছান। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাযায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবে কোকোর মরদেহ। নিরাপত্তার কারণে দলের নেতা-কর্মী-সমর্থকদের গুলশানে কোকোর মরদেহ দেখতে আসতে নিষেধ করা হলেও হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়।
Arafat Rahman koko

মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে

koko
মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে
গত শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি সাত বছরের বেশি সময় ধরে দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন। দীর্ঘ সময় পর কোকো ফিরেছেন তার জন্মভূমিতে তবে লাশ হয়ে। তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি কোকোর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। এদিকে ঢাকায় সামরিক কবরস্থানে কোকোর লাশ দাফনের আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। বিমানবন্দরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, নিয়ম মেনেই একজন সাবেক সেনা প্রধানের ছেলে হিসেবে কোকোর লাশ সামরিক বকরস্থানে দাফনের অনুমতি চাওয়া হয়েছিল। সাবেক সেনা কর্মকর্তাদের সন্তানদের সেখানে দাফন করতে আগে অনুমতি দেয়া হয়েছে। 
মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে
মায়ের কাছে কোকো ফিরলেন লাশ হয়ে

Post a Comment

Previous Post Next Post