![]() |
শেড অব নেচারের আয়োজনে কুলাউড়ায় হুমায়ুন মেলা |
শেড অব নেচারের আয়োজনে কুলাউড়ায় প্রথমবারের মত প্রদর্শিত হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক,নাট্যনির্মাতা ও প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ুন আহমেদের ছবি নিয়ে হুমায়ুন মেলা। আগামী ২৪ জানুয়ারি কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে হুমায়ুন আহমেদের ৩ টি ছবি প্রদর্শনের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও সদ্য প্রয়াত চাষী নজরুল ইসলামের স্মরণে তার নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম বাংলা ছায়াছবি "ওরা ১১ জন" প্রদর্শিত হবে।
তারিখঃ ২৪ জানুয়ারি ২০১৫ ইং।
সময়ঃ সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত।
স্থানঃ উপজেলা অডিটোরিয়াম, কুলাউড়া।
শুভেচ্ছা মূল্যঃ ১০ টাকা।
ট্যাগ »
কুলাউড়া