কুলাউড়ায় (জিআরপি) ওসি’র প্রহারে কনস্টেবল গুরুত্বর আহত : সিওমেকে ভর্তি

ওসি’র প্রহারে কনস্টেবল গুরুত্বর আহত : সিওমেকে ভর্তি
ওসি’র প্রহারে কনস্টেবল গুরুত্বর আহত : সিওমেকে ভর্তি
স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মোঃ জাহাঙ্গির হোসেনের বেধরক প্রহারে গুরুতর আহত হয়েছেন তারই অধিনস্থ (৪০৯ নং আইডি) কনস্টেবল শরাফত আলী । ঘটনাটি ঘটেছে, ২৮ জানুয়ারী বুধবার বিকালে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লাটফর্মে। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, পোশাক পরিহিত আবস্থায় কনস্টেবল শরাফত আলী প্লাটফর্মে দায়িত্ব পালন করছিলেন। ঐ সময় রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোঃ জাহাঙ্গির হোসেন ইউনিফর্ম বিহীন লাল একটি ফতোয়া পরে প্লাটফর্মে উপস্থিত হয়ে কনস্টেবল শরাফত আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বেধরক মারপিট করে কলার টেনে-হেচরে থানায় নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টায় গুরুতর আহত আবস্থায় কনস্টেবল শরাফত আলীকে প্রথমে কুলাউড়া সদর হাসপাতালের ১৫নং বেডে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যপারে কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মোঃ জাহাঙ্গির হোসেন এর সাথে যোগাযো করা হলে তিনি বলেন আমার সাথে তার বাক-বিতান্ডার ঘটনা ঘটেছে তবে শারীরিক নির্যাতনের ঘটনা সত্য নহে। প্রক্ষান্তরে কুলাউড়া হাসপাতালের শয্যায় আহত কনেস্টবল শরাফত কেঁদে কেঁদে তার উপর শারীরিক নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। এ ছাড়া তিনি আরো বলেন, প্রকাশ্যে এ ঘটনা স্টেশনের যাত্রীসহ স্থানীয়রা প্রত্যক্ষভাবে দেখেছেন । এ বিষয়টি কুলাউড়ার রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীসহ স্থানীয়দের মধ্যে নানান প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তারা উক্ত ওসির আচরনের নিন্দা ও শাস্তির জোর দাবী জানান।

Post a Comment

Previous Post Next Post