সিপিএ লীগ ২০১৪-২০১৫, আবুল হাসান রাজুর সেঞ্চুরি


Raju Kulaura
সিপিএ লীগ ২০১৪-২০১৫, আবুল হাসান রাজুর সেঞ্চুরি 
সিপিএ লীগ ২০১৪-২০১৫, আবুল হাসান রাজুর সেঞ্চুরি:
ঘরের ছেলে ঘরের মাঠে এসে টূর্নামেন্টের দিত্বীয় সেঞ্চুরি এবং ঘরের মাঠে ব্যক্তিগত ১ম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লিখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার আবুল হাসান রাজু।তার নিজ ক্লাব গাজীপুর ক্রিকেট ক্লাবের হয়ে প্রজন্ম ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএর সভাপতি কামরুল বক্স, টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান ও সিপিএর সাধারন সম্পাদক রফি আহমদ তানিম, কাওছার, শিপ্লু, সুলাব, ফারহান প্রমুখ... 

প্রিয় কুলাউড়ার পক্ষ থেকে আবুল হাসান রাজুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এডমিন এ কে এম জাবের...
Previous Post Next Post