![]() |
আল্লামা সাহেব কিবলা ফুলতলী (রহ.) |
ফুলতলীর (রহ.) ইছালে সওয়াব মাহফিল ১৫ জানুয়ারি : আগামী ১৫ জানুয়ারি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলীর (রহ.)-এর ঐতিহাসিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের ফুলতলী (রহ.)-এর লাখ লাখ মুরিদীন-মুহিবি্বনগণ প্রিয় মুর্শিদের রুহানি ফয়েজ হাসিলের জন্য ঐতিহাসিক বালাই হাওর ময়দানে এই মাহফিলে সমবেত হবেন। মাহফিলে সভপতিত্ব করবেন ফুলতলী (রহ.)-এর বড় ছেলে ছাহেব কিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলি।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা